শৈলকুপায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
1 min readঝিনাইদহের শৈলকুপা উপজেলার কাতলাগাড়ী বাজারে সড়ক দুর্ঘটনায় ১জন নিহত হয়েছে। বুধবার সকাল ৮:১৫ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
ঘটনার সূত্রে জানা যায়, সকালে কাজের উদ্দেশ্যে নছিমন গাড়ীতে করে কাতলাগাড়ী বাজারে আসতেছিল। এমতাবস্থায় কাতলাগাড়ী বাজার সংলগ্ন এলাকায় মেসার্স বাবু স্টোর সংলগ্ন পৌছালে সামনে থাকা ৩জন স্কুল ছাত্রীকে সাইড দিতে গিয়ে নছিমন গাড়ীচালক শিমুল হঠাৎ ব্রেক করলে বেপরোয়া গতির কারণে নছিমন গাড়ী থেকে ছিটকে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মর্মান্তিক ভাবে নিহত হন। এ দুর্ঘটনায় নছিমন গাড়ীচালক শিমুল পলাতক রয়েছে।
জানা যায়,নিহত ব্যক্তি শৈলকুপা উপজেলার ৬নং সারুটিয়া ইউনিয়নের নবগ্রামের সাবিরুল ইসলাম বল্টুর ছেলে হাফিজুর রহমান হিটু(২২)। হিটু কাতলাগাড়ী বাজারে আমির ডেকোরেটরে কাজ করতেন।
শৈলকুপা থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।