ট্রাক প্রাইভেটকারের সংঘর্ষে মামুন নিহত
1 min readহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলায় ট্রাক ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০টায় ঢাকা-সিলেট মহা-সড়কের সুরাবই নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির টেরিটোরি অফিসার এমএ মাসুদ হালিম ও কার চালক ঝিনাইদহ জেলার নুর মিয়ার ছেলে মামুন আহমদ (৩৩)
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ঢাকা থেকে সিলেটগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানির টেরিটোরি অফিসার এমএ মাসুদ হালিম ও প্রাইভেটকারের চালক মামুনের মৃত্যু হয়।