ঝিনাইদহে ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
1 min readঝিনাইদহ শহরের চাকলাপাড়া থেকে ১০০ বোতল ফেনসিডিলসহ বিপুল হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে তাকে আটক করা হয়। আটক বিপুল পাশের চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার কালাগ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে।
র্যাব-ছয়, সিপিসি-দুই, ঝিনাইদহ ক্যাম্পের কমান্ডার মেজর আশরাফ জানান, শহরের মন্টু বোস সড়কের চাকলাপাড়া দিয়ে ফেনসিডিল পাচার হচ্ছিল। খবর পেয়ে র্যাবের একটি টহল দল সেখানে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিলসহ বিপুলকে আটক করে। বিপুল দীর্ঘদিন ধরে ফেনসিডিলের ব্যবসা করে আসছিলেন বলেও জানান এই র্যাব কর্মকর্তা।