কুলবাড়ীয়া বাজারে ডাকাতি
1 min readকুলবাড়ীয়া বাজারের সার ব্যবসায়ী মোঃপান্টু চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানের টিনের চাল খুলে ভিতরে ঢুকে ড্রয়ারের তালা ভেঙ্গে ৪০০০০ হাজারের বেশি নগত অর্থ নিয়ে পালিয়ে যায় ডাকাত পালানোর সময় পায়ের সেন্ডেল রেখে যায়.এই নিয়ে গত তিন মাসের ভিতর একি বাজারের আর এক বিকাশ ব্যবসায়ী দিপুর ঘরের সাটার খুলে ১.১০০০০ টাকা নিয়ে পালিয়ে যায় পরে চোর ধরা পড়ে পুলিশের হাতে কিন্তুু টাকা পাইনি ব্যবসায়ী দিপু। এই ডাকাতির বিষয় ও হরিনাকুণ্ডু থানা পুলিশের কাছে জানানো হয়েছে বলে জানান কুলবাড়ীয়া বাজার কমিটির সাধারন সম্পাদক মোঃ কটন চৌধুরী ও ব্যবসায়ী পান্টু চৌধুরী সহ আরো অনেকে।