জালাল উদ্দিন ভোলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন
1 min readমো. জালাল উদ্দিন ১৯৭০ সালের ১৫ মে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ভোলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৮৯ সালের ১ সেপ্টেম্বার কনস্টেবল পদে যোগ দেন। চাকরির ধারাবাহিকতায় ২০০২ সালের ১ আগস্ট এএসআই পদে, ২০০৭ সালের ১ নভেম্বর এসআই এবং ২০১৭ সালের ১৯ আগস্ট পরিদর্শক পদে পদোন্নতি পান।
২০১৭ সালের ৯ সেপ্টেম্বার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের পশ্চিম বিভাগে পরিদর্শক পদে বদলি হন। তিনি ২০১৩ সালের ২৩ জানুয়ারি প্রধানমন্ত্রীর কাছ থেকে পিপিএম পদক গ্রহণ করেন।
কুষ্টিয়ার মেয়ে বিনা পারভীনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন জালাল উদ্দিন ।
সোমবার দিবাগত রাতে রাজধানীর মিরপুর মধ্যপীরের বাগ এলাকার একটি বাসায় সন্ত্রাসী রয়েছে এমন সন্ধান পেয়ে অভিযানে গেলে সন্ত্রাসী টের পেয়ে পুলিশকে লক্ষ করে গুলি চালায়। এরপর তারা পেছন দিয়ে গ্রীল বেয়ে পালিয়ে যায়। গুলিবিদ্ধ জালাল উদ্দিনকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।