ঝিনাইদহে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৪৩
1 min readঝিনাইদহে মাদক বিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন স্থান থেকে ৪৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ঝিনাইদহে সপ্তাহব্যাপী মাদক বিরোধী বিশেষ অভিযান চালানো হচ্ছে। এরই অংশ হিসেবে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে সদর থেকে ১০ জন, শৈলকূপা থেকে ১০ জন, হরিণাকুন্ডু থেকে ৩ জন, কালীগঞ্জ থেকে ৯ জন এবং কোটচাঁদপুর ও মহেশপুর থেকে ১১ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় বেশ কিছু মাদকদ্রব্য উদ্ধার করা হয়।