শীঘ্রই আসছি আপনাদের মাঝে, আপনাদেরই জন্য
1 min readযেহেতু আমি সংবাদকর্মী, সেই জায়গা থেকে বলছি,
বেশ কিছুদিন হয়ে গেল আপনাদের প্রিয় জেলা ঝিনাইদহ সম্পর্কে কোন খবরই সেভাবে দিতে পারছি না। এর একটা যৌক্তিক কারণও অবশ্য আছে। অবশ্যই পত্রিকার প্রকাশকের/মালিকের সাথেই কোন না কোন ঝামেলা বা সমস্যার কারণেই সরে আছি বেশ কিছুদিন হলো।
তবে যাই হোক, এক ঝাঁক দক্ষ, অভিজ্ঞ, আর ঘটনার সাথে সাথে অবশ্যই অন স্পট পৌঁছে যাওয়া ও আপনাদেরই পক্ষের বেশ কিছু সাংবাদকর্মীকে নিয়ে ফিরে আসছি আবারো নতুন প্রত্যয়ে, নতুন আঙ্গিকে। থাকছে, সাংবাদিকরা দালালি ছাড় বা দালালরা সাংবাদিকতা ছাড় টাইপ নিউজ।
এর আগের একটা ষ্ট্যাটাসে বলেছিলাম, পায়ের জুতো কখনই মাথায় তুলতে নেই,,,, জুতো পা ছাড়া বড্ড বেমানান।
একটু অপেক্ষাতে রাখবো। আর মাত্র তো কয়েকটা দিন। অলরেডি কাউন্ট- ডাউন শুরু হয়ে গেছে। আশা করি বিগত দিনগুলোর মতো সবসময় আপনাদেরকে অবশ্যই পাশে পাবো।
আহমেদ নাসিম আনসারী
প্রকৃত সংবাদকর্মী হওয়ার চেষ্টা করছি গত আট বছর ধরে,,,,,আমার রক্তে সাংবাদিকতা তাও এখনও নিজেকে সাংবাদিক পরিচয় দিতে ভয় করে, যেন কোথায় বা কিভাবে এই মহান পেশাকে অপমান করা হয়ে যায়।
ক্রীড়া ও সাহিত্য সম্পাদক, ঝিনাইদহ প্রেসক্লাব।
জেলা প্রতিনিধি হিসেবে কাজ করছি (যোগদানের সময়কাল অনুযায়ী সিরিয়াল করা)
দি ইন্ডিপেন্ডেন্ট (ইংরেজী দৈনিক),
যমুনা টেলিভিশন,
জাগোনিউজ২৪.কম,
সাম্প্রতিক দেশকাল (সাপ্তাহিক),
দৈনিক স্পন্দন,
ঝিনাইদহ সংবাদ (সম্পাদনা করছি)।