ঝিনাইদহ প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল
1 min readরহমত, মাগফেরাত ও নাযাত এর মাস রমজান। রমজানের সওয়াব ভাগা-ভাগি করে নিতে ঝিনাইদহ প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রমজানের ১৫ তম দিনে ঝিনাইদহ প্রেসক্লাব মিলনায়তনে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও শৈলকুপা-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই, জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বাকাহীদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
ইফতারের পুর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মাহফিলের সার্বিক তত্বাবধানে ছিলেন ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান ও সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু।
মোনাজাত পরিচালনা করেন পুরাতন ডিসি কোর্ট জামে মসজিদের খতিব ক্বারী বশিরুল্যাহ।