ঝিনাইদহে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ঔষুধ বিতরণ অনুষ্ঠিত
1 min readঝিনাইদহের কাঞ্চন নগর স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ব্যাচ ২০০১ এর উদ্যোগে ফ্রি চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়। আজ শুক্রবার দুপুরে কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ প্রাঙ্গনে ২০০১ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা “দি লিজেন্ডস” গ্রুপ কর্তৃক আয়োজিত দুস্থ ও দরিদ্র রোগীদের মাঝে এ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষুধ প্রদান করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্ধোধন করেন এ প্রতিষ্ঠানের সাবেক প্রধান শিক্ষক বাবু বিশ্বেশ্বর চন্দ্র বিশ্বাস । এছাড়াও বিশেষ অতিথি উপস্থিত ছিলেন বর্তমান অধ্যক্ষ বাবু প্রদীপ কুমার বিশ্বাস ও এক্স কাঞ্চন নগরীয়ান এসোসিয়েশনের সভাপতি শাহিনুর আলম লিটন।
“দি লিজেন্ডস” টিমের পক্ষ থেকে শহীদ সোহরাওয়াদী মেডিকেল কলেজ ও হাসপাতাল ঢাকা’তে কর্মরত চিকিৎসক মোঃ বায়েজিদ হোসেন, খুলনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক দেবাশীষ রায় এবং ঝিনাইদহ সদর হাসপাতাল এর চিকিৎসক ফারজানা পারভিন নুপুর এ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন।
এ মেডিকেল ক্যাম্পে দুস্থ ও দরিদ্র মানুষ চিকিৎসা সেবাসহ বিনামূল্যে ঔষুধ বিতরণ করা হয়। ২০০১ ব্যাচের এই টিমের পক্ষ থেকে জানানো হয়, তারা প্রতি ৬ মাসে জেলার বিভিন্ন স্থানে বিনামুল্যে চিকিৎসা ও ওষুধ বিতরনের মাধ্যমে দুস্থ ও দরিদ্র রোগীদের সেবা প্রনাদ অব্যাহত রাখবেন।
উল্যেখ্য, ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজ এর ২০০১ ব্যাচের “দি লিজেন্ডস” নামে আত্মপ্রকাশিত এই দলটি ২০১৪ সাল থেকে খেলাধুলাসহ নানাবিধ সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে।
আব্দুল্লাহ আল মাসুদ।