জাতীয় শোক দিবস উপলক্ষে রক্তদান ও বিনামুল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচী
1 min read১৫ আগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝিনাইদহে রক্তদান ও বিনামুল্যে গবাদীপশুর টিকাদান কর্মসূচী পালিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ কতৃক আয়োজিত এবং বাংলাদেশ ছাত্রলীগ, ঝিনাইদহ সরকারি ভেটেরিনারি কলেজ শাখার সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি পালিত হয়েছে। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় কলেজ অধ্যক্ষ ডা. আবদুল হাই এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগে সাধারণ সম্পাদক ও ঝিনাইদহ পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান, বিভাগীয় প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. কল্যান কুমার ফৌজদার, জেলা প্রাণিসম্পাদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান, কলেজ উপাধ্যক্ষ ড.অমলেন্দু বিশ্বাস।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের স্মরণে কলেজ ছাত্রলীগ ও রেডক্রিসেন্টের সহযোগীতায় ৮০ জন শিক্ষক ও শিক্ষার্থীরা স্বেচ্ছায় রক্তদান করেন। এসময় বিনামুল্যে ২ শতাধিক গবাদিপশুর টিকা দেওয়া হয়।