মহেশপুরে ড্রাগন ফলের চাষ
1 min readঝিনাইদহ নিউজ ডেস্ক: বিদেশি ফল ড্রাগনের চাষ শুরু হয়েছে ঝিনাইদহের মহেশপুর উপজেলায়। আজমপুর ইউনিয়নের গৌরীনাথপুর গ্রামে ড্রাগন ফল চাষ করছেন জাহিদুল ইসলাম। তিনি তার দুই বিঘা জমিতে ড্রাগন ফল চাষ করে বর্তমানে লাভের মুখও দেখছেন।গত ৩বছর আগে তিনি তার দুই বিঘা জমিতে ড্রাগন ফল চাষ শুরু করেন।এ যাবৎ তার খরচ হয় পাঁচলক্ষ টাকা। চঁব্বিশ মাসের মধ্যে আট লক্ষ টাকার ড্রাগন ফল বিক্রি করেন। তিনি জানান ড্রাগন গাছ ২০বছরের বেশি ফল দেয়।
মৌসুমে ড্রাগন ফলের দাম ৮০০ থেকে ১২০০ টাকা হয়। চাষি জাহিদুল ইসলাম জানান তার দেখা দেখি অনেকে এই ড্রাগন চাষ করতে উদ্বুদ্ধ হয়ে চাষ শুরু করেছেন।