ফুঁসছে ফণী: ঝিনাইদহ হয়েই বাংলাদেশে ছড়িয়ে পড়তে যাচ্ছে

ঝিনাইদহ নিউজ ডেস্ক: দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা ঝিনাইদহ হয়েই ভয়ংঙ্কর ঘুর্ণীঝড় ফণী আর মাত্র কয়েক ঘন্টা পরেই বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে ।
ঘূর্ণিঝড় ‘ফণী’ সাতক্ষীরার উত্তর দিয়ে যশোর, কুষ্টিয়া, নড়াইল, ঝিনাইদহ হয়ে শনিবার বাংলাদেশে ছড়িয়ে পড়বে । তবে দেশে ঢুকতে এখনো ১০ থেকে ১৫ ঘণ্টা সময় লাগবে। সে হিসেবে আজ
সকাল ১১-১২ টার দিকে প্রবেশ করবে ‘ফণী’।
আবহাওয়া অফিস জানায়, ঘূর্ণিঝড় ‘ফণী’ প্রতি-ঘণ্টায় ২১ কিলোমিটার গতিবেগ এগোচ্ছে। বাংলাদেশে প্রবেশের সময় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের গতিবেগ থাকবে ১০০ থেকে ১২০ কিলোমিটার ঘণ্টায় হতে পারে।
ঘূর্ণিঝড়ের কেন্দ্র সাতক্ষীরা থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে ভারতীয় স্থলভাগে ‘ফণী’ অবস্থান করছে।