জীবনের নিরাপত্তা চেয়ে সুলতানা কামালের জিডি
1 min readঝিনাইদহ নিউজ ডেস্ক: মানবাধিকার কর্মী ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল জীবনের নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
আজ শনিবার সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ধানমণ্ডি থানায় নিরাপত্তা ঝুঁকিতে জিডি করেন এই মানবাধিকার কর্মী।
ধানমণ্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ জিডি করার বিষয়টি নিশ্চিত করে বলেন, লোন উলফ নামের একটি জঙ্গিবাদী পত্রিকায় সুলতানা কামালকে কীভাবে হত্যা করা হবে তা নিয়ে একটি ফিচার লেখা হয়েছে। সেই ফিচারের ওপর ভিত্তি করে তিনি আজ সন্ধ্যায় জিডি করেন।
ওসি বলেন, আমরা ঘটনার বিস্তারিত জেনেছি। আমরা তদন্ত করব। তাঁর জীবনের নিরাপত্তা দেওয়া রাষ্ট্রের দায়িত্ব। এরপর তদন্ত করে ব্যবস্থা নেব আমরা। জিডি নম্বর ১০৭১।