মহেশপুরে টুটুলের লাইব্রেরী এখন আলোকিত
1 min readঝিনাইদহ নিউজ:
আলো ছড়াছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার কালুহুদায় গ্রামের এম কে টুটুলের সেই মাতৃভাষা লাইব্রেরী। উচ্চ শিক্ষা নিয়ে চাকরী নামক সোনার হরিণের পেছনে না ছুটে যুবক টুটুল বেছে নিয়েছেন কৃষি কাজ। পাশাপাশি গড়ে তুলেছেন লাইব্রেরি। যেখানে প্রতিদিনিই জ্ঞান আহরণ করতে আসছেন বহু মানুষ। সেই লাইব্রেরী এখন হয়ে উঠছে আলোকিত, মানুষের পথের দিশারী ।
টিনের একটি ঘরে থরে থরে বই সাজানো। আছে দৈনিক ও সাপ্তাহিক পত্রিকাও। ২০০১ সাথে মাত্র ৫০টি বই নিয়ে যাত্রা করলেও টুটুলের মাতৃভাষা লাইব্রেরিতে এখন বইয়ের সংখ্যা সাড়ে ৬ হাজার।
টুটুলের এই কাজে খুশি এলাকার মানুষ। উৎসাহী হচ্ছেন অনেকেই।
স্থানীয় প্রশাসন ও সুশিল সমাজ বলছে, টুটুলের এমন উদ্যোগ হতে পারে তরুণ সমাজের জন্য অনুপ্রেরণার।
মানুষের ভালোবাসা আর সহযোগীতায় স্বপ্নবাঁজ তরুণ টুটুল এগিয়ে যাক, সমৃদ্ধ হোক মাতৃভাষা লাইব্রেরি এমন প্রত্যাশা সবার।