ঝিনাইদহের মহেশপুরে বিএনপি সহ ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল
1 min readমনোনয়নপত্র যাচাই বাছায়ের শেষ দিনে ঝিনাইদহের মহেশপুর পৌরসভায় ৩ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছে রিটার্নিং অফিসার। এরা হলেন বিএনপি দলীয় মনোনিত প্রার্থী নজিব উদ দৌলা, জসদের মনোনিত প্রার্থী রোমজান আলী ও জামায়াত ইসলামের স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম। এছাড়া ঝিনাইদহের কোটচঁদপুর পৌরসভার নির্বাচনে মর্জিনা ও আছিয়া খাতুন নামের দুই কাউন্সিলর প্রার্থী ও শৈলকুপা পৌরসভা নির্বাচনের ৩ পুরুষ কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।
ঝিনাইদহ জেলা নির্বাচন কর্মকর্তা ও মহেশপুর পৌসভার রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, মহেশপুওে বিএনপি দরীয় প্রার্থী নজিব উদ দৌলার ট্যাক্স সহ হলফ নামার কাগজ ত্র“টিপূর্ণ, জাসদ প্রার্থীর হলফনামা নোটারী পাবলিক করা হয়নি এছাড়া জামায়াতের স্বতন্ত্র মেয়রপ্রার্থী শহিদুল ইসলামের ১শ জন ভোটারের যে তালিকা তা সন্দেহজনক ছিল। তবে এসব প্রার্থী আগামী ৭২ ঘন্টার মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবে বলে জানিয়েছেন।