ঝিনাইদহ শিক্ষা সহায়তার চেক ও উপকরণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহ সদর উপজেলার সাগান্না ইউনিয়নে বৈডাংঙ্গা আদিবাসী পাড়ায় ঝিনাইদহ উপজেলা প্রশাসনের উদ্দ্যোগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয় হতে সমতলের ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়নে গৃহীত বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা ( পার্বত্য চট্টগ্রাম ব্যতীত) শীর্ষক কর্মসূচির আওতায় বৃহস্পতিবার সকাল ১১টায় আদিবাসী পারায় শিক্ষা সহায়তার চেক ও উপকরণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিল ঝিনাইদহ জেলা প্রশাসক সরোজ কুমার নাথ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শরিফা আক্তার, এছাড়া আরো উপস্থিতি ছিল সাগান্না ইউপি সদস্য আমিনুর সরকার, নিশিত কুমার পাল, প্রেম কুমার বিশ্বাস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার শাম্মী ইসলাম।