জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে ঝিনাইদহের সুহেরা অরোরা
1 min readঝিনাইদহ নিউজ:
বাংলাদেশ শিশু একাডেমী থেকে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগীতায় দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করেছে ঝিনাইদহের সুহেরা অরোরা। সে ঝিনাইদহ শহরের টুডে’জ ইংলিশ ভার্সন স্কুলের ১ম শ্রেণীর ছাত্রী। সুহেরা অরোরা প্রথমে উপজেলা, জেলা ও বিভাগীয় প্রতিযোগীতায় ১ম স্থান অধিকার করে। পরবর্তীতে সে দেশের মধ্যে ৩য় স্থান অধিকার করে। গত ১২ই জুন ঢাকার শিশু একাডেমী মিলনায়তনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের সচিব কামরুন্নাহারের হাত থেকে মেডেল ও সার্টিফিকেট গ্রহণ করে। উল্লেখ্য সুহেরা অরোরা ইতিপূর্বে ছড়া গানে খুলনা বিভাগে ১ম স্থান অধিকার করে। সে মাগুরা থানার উপ-পরিদর্শক জি এম আনিসুজ্জামান ও গৃহীনি রোখসানা আহাদের একমাত্র কন্যা। সুহেরা অরোরা ভবিষ্যতে একজন ভাল মানুষ হয়ে দেশ সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সকলের দোয়া কামনা করেছে।