শৈলকুপায় পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী তৈয়বুর রহমান খান দল থেকে বহিস্কার
1 min readঝিনাইদহের শৈলকুপায় পৌর নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী মেয়র প্রার্থী পৌর আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান খানকে দল থেকে বহিস্কার করেছে জেলা আওয়ামীলীগ।
আজ বিকাল ৫টার পর শৈলকুপা উপজেলা পরিষদ চত্বরে জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আসাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তি পড়ে শোনান জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু। এসময় জেলা আওয়ামীলীগ ও শৈলকুপা উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দলীয় সকল পদ থেকে তৈয়বুর রহমান খানকে বহিস্কার করা হলো একই সাথে তার সদস্য পদ বাতিলের সিদ্ধান্ত গৃহীত হয়।