ঝিনাইদহে বসত ঘরে আবারো গোখরা সাপ ও ডিমের খোসা
1 min readঝিনাইদহ নিউজ: ঝিনাইদহের শৈলকুপায় আবারো বসতঘর থেকে ১৭টি গোখরা সাপের বাচ্চা ও ২৩টি ডিমের খোসা উদ্ধার করা হয়েছে। বুধবার বিকালে উপজেলার আউশিয়া গ্রামের জাকির মোল্যার বাড়িতে এগুলো পাওয়া যায়। তবে ৬টা পর্যন্ত খোজ নিয়ে জানা যায় মা সাপ ও তার বাকী বাচ্চা উদ্ধারের জন্য ভিটে-মাটির খোঁড়ার কাজ চলছিল।
জাকির জানান, বুধবার বিকাল ৪টার দিকে তাদের একটি বসত ঘরে তার মা দেখতে পায় মাচার নীচে একটি গোখরা সাপের বাচ্চা খেলা করছে। তখন তিনি সবাইকে ঘটনাটি জানালে তারা গ্রামবাসির সহায়তায় ঘরের মেঝে খোড়ার কাজ শুরু করে। তিনি জানান বিকাল ৬টা পর্যন্ত তারা ১৭টি গোখরা সাপের বাচ্চা ও ২৩টি ডিমের খোসা উদ্ধার করা হয়। তবে মা সাপ ও বাকী বাচ্চা উদ্ধারের আশায় মেঝের বাকী অংশ খোঁড়ার কাজ চলছে বলে তিনি জানান।
এর আগে শৈলকুপা পৌরসভার মালিপাড়ায় একটি বাড়িতে অর্ধ শতাধিক গোখরা সাপের বাচ্চা পাওয়া যায় ।