স্মার্ট ফোনে অন্তরঙ্গ ছবি তুলে শিক্ষার্থী কে ব্লাকমেইলিং॥ ওষুধ ব্যবসায়ী আটক
1 min readঝিনাইদহ নিউজ:
ঝিনাইদহের শৈলকুপায় কলেজ পড়–য়া এক শিক্ষার্থীর সাথে অন্তরঙ্গ ছবি তুলে ও ভিডিও করে তাকে ব্লাকমেইলিং করার অভিযোগ উঠেছে এক ব্যবসায়ীর বিরুদ্ধে । অভিযোগ উঠেছে এসব ছবি দিয়ে ব্লাকমেইলিং করে দফায় দফায় মোটা অংকের টাকা হাতিয়ে নেয়া হচ্ছিল । অবশেষে ঐ শিক্ষার্থীর পরিবার র্যাব-৬ ঝিনাইদহ ক্যাম্পের স্মরণাপন্ন হয় । তারা পশুহাসপাতাল রোডের রাহেলা ফার্মেসীর প্রোপাইটর জিল্লুর রহমান রুশ নামের ওষুধ ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযোগ দেয় ।
এরপর সোমবার সকালে র্যাব কার্যালয় থেকে ওষুধ ব্যবসায়ী জিল্লুর রহমান রুশ কে ডেকে পাঠায় । ক্যাম্পে সে হাজির হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, ঘটনার প্রাথমিক সত্যতা পায় কর্মকর্তারা। তার ২টি স্মার্ট ফোন জব্দ করে র্যাব । বেশ কিছু তথ্য-উপাত্ত সহ ঐ শিক্ষার্থীর সাথে আপত্তিকর ছবি পাওয়া গেছে তার মোবাইল থেকে। সন্ধ্যায় রুশ কে ঝিনাইদহ থেকে শৈলকুপা থানায় হস্তান্তর করা করা হয় ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত শৈলকুপা থানায় পর্নোগ্রাফী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ জানিয়েছে ।