ঝিনাইদহে জুট মিলে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

ঝিনাইদহ নিউজ: ঝিনাইদহে বিসিক শিল্প নগরীর জামান জুট ডাইভার্সড মিলে মেশিন পরিষ্কার করার সময় হাত কাটা পড়ে হিলু মন্ডল (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত হিলু মন্ডল সদর উপজেলার ধানহাড়িয়া-চুয়াডাঙ্গা গ্রামের আফজাল ম-লের ছেলে। তিনি মিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক ছিলেন। জামান জুট মিলের ব্যবস্থাপক মনিরুজ্জামান জানান, হিলু সকালের শিফটে কাজ করতে এসে মেশিন পরিষ্কার করছিলেন। মেশিন চালু অবস্থায় হাওয়া দিতে গেলে তিনি পড়ে যান। সে সময় তার একটি হাত মেশিনে ঢুকে কেটে পড়ে যায়। তাকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়, কিন্তু বাঁচানো যায়নি।
ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান জানান, হিলু মন্ডল শুক্রবার সকাল সাড়ে ছয়টার দিকে বিসিক শিল্প নগরীর জামান জুট মিলের মেশিন পরিষ্কার করছিলেন। সে সময় হঠাৎ করে মেশিনে তার ডান হাত টেনে নেয় এবং হাতটি কেটে পড়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেয়া হলে সকাল নয়টার দিকে তিনি মারা যান।