করোনা মহামারী আকার ধারণ করেছে তাই গ্রাম অঞ্চলের মানুষকে মাস্ক ও লিফলেট বিতরণ করেছে ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ
1 min readঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর উদ্যোগে ঝিনাইদহ সদরের বিভিন্ন গ্রামের লোকজনের মাঝে করোনা ভাইরাস প্রতিরোধক মাস্ক ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়েছে। করোনা মহামারী আকার ধারণ করেছে তাই গ্রাম অঞ্চলের মানুষকে সচেতনতার দায়িত্ব নিবে ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ। কারণ গ্রাম বাচঁলে বাচঁবে দেশ। ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামে যেয়ে বাড়ি ও বাজারের লোকজনের মাঝে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সংগ্রামী সভাপতি আশরাফুল ইসলাম এবং বিপ্লবী সাধারণ সম্পাদক আব্দুল কাদের আল মুনসুর দ্বীন। উপজেলা মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি সাব্বির হাসান রুবেল ও সাধারণ সম্পাদক তুষার আহমেদ। বিতরণের সময় সভাপতি সাধারণ সম্পাদক এর সাথে সফর সঙ্গি হিসেবে ছিলেন মেহেদী হাসান জিকু সহ মুক্তিযুদ্ধ মঞ্চের নেতৃবৃন্দ।
বিতরন শেষে ঝিনাইদহ জেলা মুক্তিযুদ্ধ মঞ্চ এর সাধারণ সম্পাদক আব্দুল কাদের আল মুনসুর দ্বীন বলেন, গ্রাম বাচলে বাঁচবে দেশ। করোনা প্রতিরোধে সমাজের বিত্তবান ও সকল সচেতন মানুষকে এগিয়ে আসতে আহবান করেন।