নিখোজের ৪ দিন পর কালীগঞ্জে আখ ক্ষেত থেকে ইজি বাইক চালকের গলিত মৃতদেহ উদ্ধার
1 min read
ঝিনাইদহের কালীগঞ্জে খোকন দাস (৩০) নামের এক ইজি বাইক চালকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার রাখালগাছি ইউনিয়নের মোল্লাকুয়া গ্রামের আখ ক্ষেত থেকে গলিত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত খোকন উপজেলার বেজপাড়া গ্রামের মৃত শ্যাম দাসের ছেলে।
কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার ইমরান জানান, কালীগঞ্জ উপজেলার বেজপাড়া গ্রামের খোকন দাস ইজি বাইক চালাতো। গত ২২ জুন তারিখ সন্ধ্যায় ইজি বাইক চালিয়ে বাড়ি ফেরার পর আবার বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর থেকেই সে নিখোজ ছিল। রবিবার সকালে স্থানীয়রা উপজেলার মোল্লাকুয়া গ্রামের আখ ক্ষেতে খোকন দাসের মুখ বাধা গলিত মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ধারনা করা হচ্ছে তাকে গলায় কাপড় পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তবে কারা কেন এ হত্যাকান্ড ঘটিয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।