সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধে দাবীতে মানববন্ধন ও শপথ পাঠ
1 min read
দেশজুড়ে সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ কর্মকান্ডের প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধীদের প্রতিরোধে দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। রোববার সকালে শহরের পোষ্ট অফিস মোড়ে এ কর্মসূচীর আয়োজন করে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি)।
ঘন্টাব্যাপী এই মানবন্ধনে বক্তব্য রাখেন আইডিইবি জেলা শাখার সভাপতি বাবু সুকণ্ঠ দেব শর্মা, সাধারণ সম্পাদক ইয়াছিন আলী, সহ-সভাপতি মুন্সী আবু জাফর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আকরাম হোসেনসহ অন্যানোরা।
সেসময় তারা বলেন, দেশব্যাপী গুপ্তহত্যা চালিয়ে বাংলাদেশকে জঙ্গিবাদী আতংকিত রাষ্ট্রে পরিণত করার অপচেষ্টা করছে একটি মহল।তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সমুন্নত রাখতে সন্ত্রাস, জঙ্গিবাদ ও স্বাধীনতা বিরোধীচক্রের জাতিবধ্বংসী কর্মকান্ড প্রতিহত করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।
পরে জঙ্গিবাদ রিরোধী শপথ বাক্য পাঠ করা হয়।