Sat. May 3rd, 2025

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঘরের দেয়াল বেড়ে ওঠা শ্যাওলা…

1 min read
স্বাগত প্রসূন রাহা
স্বাগত প্রসূন রাহা

​আমার ঘরের দেয়াল ধরে বেড়ে উঠেছে শ্যাওলার আধিপত্য। ভেজা স্যাঁতসেঁতে থাকে আমার দেয়াল। ওখানে বসবাস আরো অনেক কিছুর।। 

অনোধিকারের মাঝেও শৈল্পিক অধিকার ওদের।।    মস্তিষ্কের চিড় ধরানো অনুভূতি গুলো থেকে থেকে বেপরোয়া হয়ে ওঠে। নিউরনের প্রতিটি সেলে ছোটাছুটি করে স্বাধিকারে। 

 হঠাৎই ক্ষিপ্ত হয়ে উঠি। তুচ্ছ করি সব কিছু।  অপ্রত্যাশিত কোন কিছু অ প্রত্যাশিত ভাবেই চলে আসে। বিচলিত হই ওসবের আগমনে। 

তাদের দৌরাত্ম থামাতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ি, তবে সফল হই। বিজয়ীর হাসি নিয়ে নিজের শরীরকে এলিয়ে দিই এক পা ভাঙা চেয়ারটাতে।।  
বিষণ্ণতা আমায় ঘিরে ধরে উল্লাস করে। আমি বিচলিত হই না।   মগ্ন হই নতুন ভাবনা নিয়ে।  চারপাশে সবার অভিনয় দেখে আমি উচ্চস্বঃরে হেসে উঠি। ওদেরকে বোকা মনে হয়। 

অনানুষ্ঠানিক ভালবাসার আনুষ্ঠানিকতায় আমি বিভ্রান্ত হই। আমার চিন্তা এলোমেলো হয়ে যায়। 

অবশেষে ভাঙা কাঠের টুকরো দিয়ে শ্যাওলা ধরা দেয়ালে আঘাত করি বিক্ষিপ্ত ভাবে।।  ক্লান্তি জড়ানো শরীর নিয়ে বসে পড়ি। তারপর সব  শেষ হয়। আমার মস্তিষ্কে শ্যাওলা বাসা বাধে সারা রাত।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *