এ বৈষম্যের কারণ কী?
1 min read
”আমরা মনে হয় এ গ্রামের বাসিন্দা হয়ে মহা অপরাধ করেছি। আমাদের ইউনিয়নের প্রায় সব রাস্তায় সলিং অথবা পাকা হয়েছে কিন্তুু আমরা পড়ে আছি সেই আগের জামানায়। আমাদের সাথে এ বৈষম্যের কারণ কী?” এবাবেই নিজেদের কষ্টের কথাগুলো জানালেন ঝিনইদহের শৈলক’পা উপজেলার ৮নং ধলহরাচন্দ্র ইউনিয়নের ডাউটিয়া গ্রামের জনসাধারণ।
ডাউটিয়া গ্রামের মহিউদ্দীন মৃধা জানান, আমদের খুব সমস্যা। উক্ত ৪নং ওয়ার্ডের কুশোবাড়িয়া গ্রাম সহ প্রায় প্রতিটি গ্রামে পাকা রাস্তা আছে। কত মানুষের কাছে ধরণা দিয়েছি, কত মানুষকে অনুরোধ করেছি। কাজের কাজ কিছুই হয়নি। জনপ্রতিনিধিরা নিয়মিত পরিবর্তন হয়, কিন্তুু পরিবর্তন হয় না এই গ্রামের অচলাবস্থা। কাদাযুক্ত রাস্তায় চলতে চলতে মানুষ আজ ক্লান্ত-পরিশ্রান্ত। কে দেখবে এসব সমস্যা, কারা করবে এর সমাধান? যেনো এই ডাউটিয়া গ্রামের সাধারন জনতার দেখার কেউ নেই! যুগ যুগ ধরে গ্রামের অবস্থা অপরিবর্তিত থাকলেও পরিবর্তনের কোনো উদ্যোগ নেই।
এ ব্যাপারে ইউনিয়নের চেয়ারম্যান মতিয়ার রহমান জানান, অতিদ্রুত ডাউটিয়া গ্রামে পাকা রাস্তা বাস্তবায়নের লক্ষে চেষ্টা অব্যাহত রয়েছে।