ঝিনাইদহে কিশোর নির্যাতন॥ মালিক পলাতক
1 min read
ঝিনাইদহে পিয়াস নামের এক কিশোরকে নির্যাতনের অভিযোগ উঠেছে দোকান মালিকের বিরুদ্ধে।মাত্র ৭’শ টাকা চুরির অপবাদ দিয়ে এ ঘটনাটি ঘটে। তবে ঘটনার পর থেকে দোকান মালিক তিজারত হোসেন পলাতক রয়েছে।
ঘটনার ভিকটিম কালীগঞ্জ উপজেলার চাপাতলা গ্রামের দিনমজুর জহির উদ্দিনের ছেলে পিয়াস জানায়, ঝিনাইদহ শহরের কবি সুকান্ত সড়কের সুলতান মার্কেটের তিজারত ইলেকট্রনিক্সে ৬ মাস আগে সপ্তাহে ১’শ টাকা মজুরির বিনিময়ে কর্মচারীর কাজ নেয় সে। গতকাল সারাদিন পর সন্ধ্যায় মালিক তিজারত হোসেন দোকান থেকে বের হয়ে বাইরে যায়। ফিরে এসে ক্যাশ বাক্সে থাকা ৭’শ টাকা না পেয়ে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মার শুরু করে তাকে। তিজারত হাতুড়ি, কাঠের বাটাম ও রড দিয়ে এলোপাতাড়ি পেটাতে তাকে। এসময় অন্যানো দোকানিরা এসে তাকে উদ্ধার করে। পরে রাত ১২ টার দিকে আমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি কওে আমার স্বজনরা।
পিয়াসের স্বজনদের দাবী দ্রুত পাষন্ড তিজারতকে গ্রেফতারের।
এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার (পিপিএম) ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কিশোর নির্যাতনের ঘটনায় তার খালু রুস্তম আলী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।