বিয়ের স্বীকৃতি চান অসহায় সানোয়ারা বেগম
1 min read
অসুস্থ স্বামীর মৃত্যুর পর ২০১৪ সালে গোপনে আমকে বিয়ে করেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার পৌর এলাকার ক্যাম্প পাড়ার উসমান মুন্সী। কিন্তু এখনও পর্যন্ত তাকে বিয়ের স্বীকৃতি দেইনি উসমান। এমনকি আগের স্বামীর কাছ থেকে পাওয়া সকল সম্পত্তি তাকে বিয়ের স্বীকৃতি দেওযার নাম করে হাতিয়ে নিয়েছে” এভাবেই নিজের কষ্টের কথা জানালেন যশোর চৌগাছা উপজেলার বড়খাপুর গ্রামের ওহাব আলীর মেয়ে সানোয়ারা বেগম।
থানা ও এলাকাবাসী সূত্রে জানা যায়, ২০১০ সালে সানোয়ারা বেগমের স্বামী মান্দার মালিতার মৃত্যুর পর তার দুর্বলার সুযোগ নিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার সাথে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। সানোয়ারা বেগম চাপ দিলে গত ২৭/২/১৪ইং তারিখে তাকে ঝিনাইদহে নিয়ে যেয়ে এভিডেবিট এর মাধ্যমে বিয়ে করে। তার পূর্বের স্বামীর রেখে যাওয়া জমি-জমা বিক্রি করে উসমান মুন্সী ৬লক্ষ টাকা হাতিয়ে নেয়। গত ১৭/৮/১৬ই গত তারিখে ঘরে অবস্থান করার সময়ে প্রতিবেশীরা ঘরে তালা লাগিয়ে দেয়। এ সময় উসমান ঘরের পিছনের দেওয়াল ভেঙ্গে পালিয়ে যায়। বর্তমানে উসমান বিভিন্ন লোকজন দিয়ে ঐ অসহায় সানোয়ারা বেগমকে নানা ধরনের হুমকি-ধামকি দিচ্ছে।
মহেশপুর থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব জানান, এ বিষয়ে সানোয়ারা বেগম বাদী হয়ে মহেশপুর থানায় একটি অভিযোগ দাখিল করেছে। অভিযোগটি এস.আই মাবুদ তদন্ত করছে। ঘটনার সত্যতা মিল্লে আইনগত ব্যবস্থা নেয়া হবে।