কালীগঞ্জে সাপের কামড়ে শিশু নিহত
1 min read
ঝিনাইদহ জেলার কালীগঞ্জে সায়েম (৫) নামে এক শিশু সাপের কামড়ে নিহত হয়েছে। নিহত সায়েম উপজেলার ৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের পাতবিলা গ্রামে প্রবাসি মোঃ মনিরুল ইসলামের একমাত্র ছেলে। বুধবার দিবাগত রাত তিনটার দিয়ে সে মারা যায়।
প্রতিবেশি আলমগীল হোসেন জানায়, শিশুটি তার মায়ের সাথে ঘুমিয়ে ছিল। রাত দুইটার দিকে সাপের কামড় দিলে শিশুটি ছটফট করতে থাকে। পরিবারের সবাই ঘুম থেকে উঠে মশারির মধ্যে একটি সাপ দেখতে পায়। এসময় সাপটি পিটিয়ে মেরে ফেলা হয়। এর কিছুক্ষণ পর শিশিুটিও মারা যায়।
৫নং শিমলা রোকনপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল সায়েম নিহত হওয়ার ঘটনাটি নিশ্চিত করেছেন।