উন্মাদনার বিশ্বকাপে সেরা দল নির্বাচন করুন, জিতে নিন স্মার্টফোন

উন্মাদনার বিশ্বকাপে সেরা দল নির্বাচন করুন, জিতে নিন স্মার্টফোন

দেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম বিশ্বকাপ ক্রিকেট উপলক্ষে দৈনিক প্রথম আলোর সঙ্গে যৌথভাবে আয়োজন করেছে ‘প্রথম আলো ও বিক্রয় ডট কম আপনি যখন নির্বাচক’ শীর্ষক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় আপনার নির্বাচিত একাদশ অফিসিয়াল একাদশের সঙ্গে মিলে গেলে আপনিও হতে পারেন বিজয়ী।
আকর্ষণীয় এ প্রতিযোগিতায় বিজয়ী তিনজনকে দেওয়া হবে প্রতিযোগিতার এক্সক্লুসিভ ডিভাইস পার্টনার এবং পৃষ্ঠপোষক স্যামসাং’র সৌজন্যে তিনটি স্মার্টফোন।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিক্রয় ডট কমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কুইজে অংশগ্রহণ করতে আগ্রহীদের প্রথম আলোর ওয়েবসাইটে দেওয়া নিয়ম অনুসারে প্রতিটি ম্যাচের আগে ১৫ জন সম্ভাব্য খেলোয়াড়ের তালিকা থেকে সেরা ১১ জনকে বাছাই করতে হবে। কুইজে অংশগ্রহণ করতে আগ্রহীদের অবশ্যই সঠিক নাম, ই-মেইল এবং মোবাইল নম্বর দিয়ে নিবন্ধন করতে হবে।
কুইজে অংশ নেওয়া যাবে প্রতিদিন রাত ৯টা থেকে পরের দিন রাত ৯টা পর্যন্ত। এতে আগ্রহীরা পর্যাপ্ত সময় নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন।
কুইজটি চলবে বিশ্বকাপ ক্রিকেট শেষ হওয়ার আগ পর্যন্ত এবং বিজয়ীদের নাম বিশ্বকাপ ফাইনালের পর ঘোষণা করা হবে। একাধিক বিজয়ীর ক্ষেত্রে লটারির মাধ্যমে চূড়ান্ত তিনজনকে নির্বাচন করা হবে।
প্রতিযোগিতার বিষয়ে বিক্রয় ডট কম’র ভারপ্রাপ্ত মার্কেটিং ম্যানেজার মাহবুব হাসান বলেন, চলমান বিশ্বকাপ ক্রিকেটের আসরকে আরও উপভোগ্য এবং স্মরণীয় করতে প্রথম আলোর সঙ্গে আমরা এ কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছি। আশা করছি, এই আয়োজন ক্রিকেটপ্রেমী তরুণদের বিশ্বকাপের আনন্দ এবং উদ্দীপনা আরও বাড়িয়ে দেবে।
বিস্তারিত জানতে আগ্রহীদের প্রথম আলো ওয়েবসাইটে (www.prothom-alo.com) দেওয়া নিয়মাবলী অনুসরণ করতে অনুরোধ করা হয়েছে।