কবে বয়স্ক ভাতা কার্ড পাবেন ৯০ বছর বয়সী এই বৃদ্ধ
1 min readএক সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে বড় বড় গাছের ডাল ও গাছের গুড়ি কেটে খড়ি তৈরি করে দিয়ে জীবিকা নির্বাহ করতেন অনিল কুমার দাস। সেই অনিলের বয়স এখন ৯০ বছর।
বয়সের ভারে ন্যুজ অনিল ঠিকমত চলাফেরাও করতে পারেন না। বিয়ের পর দুই মেয়ে চলে গেছেন ভারতে। এখন দেখার মত কেউ নেই তার।
স্ত্রীকে নিয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দূর্গাপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ছোটভাটপাড়া গ্রামের ছোট্ট একটি কুড়ে ঘরে বসবাস করেন তিনি।
চলতি পথে বয়স্ক এই ব্যক্তি বললেন, আমার একটা বয়স্ক কার্ড করে দাও না বাবা, আর কত বয়স হলে বয়স্ক ভাতা পাবো? সবাই শুধু কথা দেয় কিন্তু কেউ কথা রাখে না।