কালীগঞ্জে অষ্টম শ্রেণির ছাত্রী অন্তঃসত্তা বান্ধবীর বাবা আটক
1 min readঝিনাইদহের কালীগঞ্জে ধর্ষণের পর স্কুল ছাত্রী অন্তঃসত্তা হওয়ার ঘটনায় পুলিশ মুক্তার মন্ডল নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শনিবার (৩ ডিসেম্বর) সকালে পুলিশ তাকে আটক করে। আটক মুক্তার মন্ডল কালীগঞ্জ উপজেলার চাচড়া গ্রামের মোজাহার মন্ডলের ছেলে।
ধর্ষিতার পিতা বাদি হয়ে গত ২ ডিসেম্বর কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলা বিবরণে জানা যায়, আটক আসামি মুক্তার মন্ডলের মেয়ে জলি খাতুনের সাথে অন্তঃসত্তা হওয়া মেয়েটি স্থানীয় চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণিতে লেখাপড়া করে। ঘটনার দিন গত ২৩ আগষ্ট সকাল সাতটার দিকে অন্তঃসত্তা মেয়েটি ধর্ষক মুক্তারের মেয়ে জলির সাথে পড়তে যাবে বলে তাদের বাড়িতে যায়। এসময় প্রতারক মুক্তার মন্ডল কৌশলে তার নিজের মেয়ে জলিকে একই গ্রামের নানার বাড়িতে পাঠিয়ে দেয়। এসময় জলির জন্য অপক্ষোয় থাকা মেয়েকে ঘরে নিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
গত কয়েকদিন হলো ধর্ষিত মেয়েটি অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের সদস্যরা ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে জানায় মেয়েটি প্রায় তিন মাস অন্তঃসত্তা।
মামলার তদন্ত কর্মকর্তা কালীগঞ্জ থানার এসআই লিটন কুমার বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানায় মামলা হওয়ার পর শনিবার আসামি মুক্তার মন্ডলকে আটক করা হয়েছে।