কালীগঞ্জে গ্যাসবাহী ট্রাংকলরীর চাপায় বাইসাইকেল আরোহী নিহত”
1 min readঝিনাইদহের কালীগঞ্জে গ্যাসবাহী ট্রাংকলরীর চাপায় এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে। আজ কালীগঞ্জ শহরের শ্রীলক্ষী সিনেমা হলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির পরিচয় জানা যায় নি। কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকালে ওই ব্যক্তি কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড থেকে বাইসাইকেল যোগে নিমতলা বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিল।
পথে শ্রীলক্ষী সিনেমা হলের সামনে পৌছালে খুলনাগামী গ্যাসবাহী ট্রাংকলরী তাকে চাঁপা দেয়। এতে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় সে। এ ঘটনায় পুলিশ ওই ট্রাংলরীটিকে আটক করেছে তবে চালক পালিয়ে যায়।