Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কালীগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

1 min read
কালীগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

কালীগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

কালীগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫
কালীগঞ্জে বাস ট্রাক মুখোমুখি সংঘর্ষে আহত ১৫

ঝিনাইদহের কালীগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। এরমধ্যে পাঁচজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহষ্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ-ঝিনাইদহ সড়কের বেজপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলো কালীগঞ্জের তৈলকুপ গ্রামের আক্তার হোসেনের ছেলে আসিব (৬), ঝিকতি গ্রামের রবিউল ইসলামের স্ত্রী পারুল বেগম (৪৭), এড়ালদা গ্রামের আব্দুল মজিদের ছেলে সাইফুল ইসলাম, সুটিয়া গ্রামের রবিউল ইসরামের মেয়ে ফারিয়া (১৮), কোটচাদপুরের সঞ্চয় কর্মকারের মেয়ে টুম্পা (১৯), খিলগাতি গ্রামের খোদাবক্স মৃধার ছেলে মনিরুজ্জান (৭৪)সহ ১৫ জন।

কালীগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ইমরান হোসেন জানান, দুপুরে কালীগঞ্জে বেজপাড়া নামক স্থানে ঝিনাইদহ থেকে খুলনাগামী রুপসা পরিবহনের একটি বাস (পটুয়াখালী-ব-১১-০০০৯) ও ঝিনাইদহ গামী ট্রাক (খুলনা মেট্রো-ট- ১১-০৯৫২) এর মুখোমুখি সংঘর্ষ হয়। এময় ট্রাকের চালক ও হেলপার, বাসের চালক ও হেলপারসহ ১৫ জন আহত হয়। দূর্ঘটনার পর কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *