কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
1 min read
ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসা শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে। সোমবার (১ আগষ্ট) ১১টা এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আক্কাছ আলী, মাদরাসা সুপার মোঃ শহীদুজ্জামান, সহ-সুপার মুহাম্মদ মঈনুদ্দিন, ইউপি মেম্বার মুনছুর আলীসহ সকল শিক্ষক ও শিক্ষাথী এবং অভিভাবকরা।
মানবন্ধনে বক্তারা বলেন একটি চক্র মুসলিম ও ইসলাম ধর্মকে ধ্বংস ও কুৎসা রটাতে ইসলামের নামে মানুষ হত্যা করছে। আর ভয়ঙ্কর এই পথে পা দিয়েছে আমাদের দেশের কিছু বিপথগামি ছেলে-মেয়েরা। তারা বলেন, শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মে মানুষ হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড সমর্থন করে না। তাই শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার জন্য আহবান করা হয়। অভিভাবকদের উদ্দেশ্য করে বক্তারা বলেন আপনার সন্তান প্রতিদিন কোথায় যায়, কি করে খোজ রাখুন। প্রয়োজন হলে শিক্ষকসহ প্রশাসনের সহযোগীতা নেওয়ার আহবান জানান।