Fri. Dec 20th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

1 min read
কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ
কালীগঞ্জে সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ

ঝিনাইদহে কালীগঞ্জ উপজেলার পাতবিলা দাখিল মাদরাসা শিক্ষার্থীরা সন্ত্রাস ও জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন করেছে। সোমবার (১ আগষ্ট) ১১টা এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপস্থিত ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি আক্কাছ আলী, মাদরাসা সুপার মোঃ শহীদুজ্জামান, সহ-সুপার মুহাম্মদ মঈনুদ্দিন, ইউপি মেম্বার মুনছুর আলীসহ সকল শিক্ষক ও শিক্ষাথী এবং অভিভাবকরা।

মানবন্ধনে বক্তারা বলেন একটি চক্র মুসলিম ও ইসলাম ধর্মকে ধ্বংস ও কুৎসা রটাতে ইসলামের নামে মানুষ হত্যা করছে। আর ভয়ঙ্কর এই পথে পা দিয়েছে আমাদের দেশের কিছু বিপথগামি ছেলে-মেয়েরা। তারা বলেন, শান্তির ধর্ম ইসলাম। ইসলাম ধর্মে মানুষ হত্যা, জঙ্গিবাদ ও সন্ত্রাসী কর্মকান্ড সমর্থন করে না। তাই শিক্ষার্থী ও অভিভাবকসহ সবাইকে সচেতন থাকার জন্য আহবান করা হয়। অভিভাবকদের উদ্দেশ্য করে বক্তারা বলেন আপনার সন্তান প্রতিদিন কোথায় যায়, কি করে খোজ রাখুন। প্রয়োজন হলে শিক্ষকসহ প্রশাসনের সহযোগীতা নেওয়ার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *