কালীগঞ্জে ১৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী আটক
1 min readঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ ইমাম হোসেন ওরফে লাভলু (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
আটক ইমাম হোসেন ওরফে লাভলু কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া গ্রামের মাঠপাড়ায় অভিযান চালিয়ে এসআই নীরব হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে ১৯৫ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ওরফে লাভলুকে আটক করে। এ ব্যাপারে কালীগঞ্জ থানায় চোরাচালান আইনে মামলা হয়েছে। এছাড়া ইমাম হোসেনের বিরুদ্ধে একাধিক মাদকদ্রব্য ও চোরাকারবারীর মামলা রয়েছে বলে জানান ওসি।