কালীগঞ্জে ৪০ বোতল ফেনসিডিলসহ আটক ১
1 min readঝিনাইদহের কালীগঞ্জ থানা পুলিশ ৪০ বোতল ফেন্সিডিলসহ বিপুল হোসেন (২০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। সোমবার দুপুরে শহরের মহিলা কলেজ গেট থেকে তাকে গ্রেফতার করা হয়। বিপুল উপজেলার পুকুরিয়া গ্রামের সোবাহান খা ছেলে। এ সময় লিটন মিয়া নামের অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়।
কালীগঞ্জ থানা পুলিশ জানায়, শহরের মহিলা কলেজ গেটের কাছে একটি দোকানে ফেন্সিডিল বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে থানার এএসআই আব্দুল গাফ্ফার ও এএসআই মাজেদুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালান। এ সময় বিপুলের দোকানের মধ্যে থেকে ৪০ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ তাকে গ্রেফতার করে। ঘটনার সময় অপর মাদক ব্যবসায়ী পুকুরিয়া গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে লিটন মিয়া (৩৫) পালিয়ে যায় বলে পুলিশ জানায়।
কালীগঞ্জ থানার অফিসার-ইন-চার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ অভিযান চালিয়ে ৪০ বোতল ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ সময় অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। তাদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে।