কালীগঞ্জে ৮ বিঘা জমির আখ পুড়ে ৩ লাখ টাকার ক্ষতি
1 min readঝিনাইদহ কালীগঞ্জের বানুড়িয়া গ্রামে এক কৃষকের ৮ বিঘা জমির আখ পুড়ে ছাই হয়েছে। এ ঘটনায় ক্ষেত মালিক শাহজাহান শেখ নামের ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা ভারপ্রাপ্ত ইসরাইল হোসেন জানান,কালীগঞ্জ উপজেলার বানুড়িয়া গ্রামের মাঠে কৃষক শাহজাহান শেখের আখের জমিতে হঠাৎ করেই আগুন ধরে যায়। এ সময় আগুনে ৮ বিঘা জমির আখ পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি জানান, কি কারনে আগুন লেগেছে তা বলা যাচ্ছে না। কৃষক শাহজাহান শেখ জানান, শত্রুতা মুলক কে বা কারা অথবা মাদক সেবন কারিদের কারনে আগুন ধরতে পারে। এত প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।