কুমার নদ সংরক্ষণে সাইক্লিং ফর রিভার।
1 min readঝিনাইদহের হরিনাকুণ্ডু উপজেলার ভবানীপুর গ্রামে কুমার নদ সংরক্ষণ কমিটি ও রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় যৌথ উদ্যোগে আন্তর্জাতিক নদী কৃত্য দিবসে সাইক্লিং ফর রিভার আয়োজন করে। কুমার “নদ “সংরক্ষণের জন্য ভবানীপুর কুমার “নদ “কমিটির সভাপতি জনাব আব্দুল্লাহ মারুফ সবাইকে যোগদান করতে আহবান করেছেন।