খাজুরায় বিয়ের প্রলোভনে এক কিশোরী ধর্ষণ, থানায় মামলা
1 min readঝিনাইদহে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীর ধর্ষণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ঝিনাইদহ সদর থানায় একটি মামলা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, খাজুরা গ্রামের শুকুর বিশ্বাসের ছেলে দোলন বিশ্বাস দীর্ঘদিন ধরে একই গ্রামের নূরুল বিশ্বাসের কিশোরী কন্যাকে বিয়ের প্রলোভন দেখিয়ে আসছিল। এক পর্যায়ে গত মঙ্গলবার রাতে দোলন বিশ্বাস কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে অটো রিক্সা যোগে আরাপপুরে নেভি অফিসের পিছনে একটি মেহগনি বাগানে নিয়ে যায়। পরে সেখানে তাকে উপুর্যপরি ধর্ষণ করে। কিশোরীর আত্ম-চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসলে ধর্ষক দোলন পালিয়ে যায়। পরে এ ঘটনা এলাকায় জানা জানি হলে, কিশোরীকে বৃহস্পতিবার দুপুরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয় এবং তার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়।
ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরেন্দ্রনাথ সরকার জানান, কিশোরী ধর্ষণের ঘটনায় তার বড় ভাই জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে ধর্ষক দোলন বিশ্বাসের নামে মামলা দায়ের করেছেন। যার নং- ৪৯, তারিখ-২৪/১১/১৬ ইং। এই ঘটনায় আসামী গ্রেফতারের জন্য পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।