খেলতে গিয়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু
1 min read
ঝিনাইদহে খেলতে গিয়ে শুভ্র পাল (১১) নামে এক স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার টিকেরী বাজারে এ ঘটনা ঘটে।
শুভ্র পাল জিতড় গ্রামের পল্লী চিকিৎসক ভবানী পালের ছেলে এবং সারা প্রি-ক্যাডেট স্কুলের ৫ম শ্রেণির ছাত্র।
ঝিনাইদহ সদর থানার ওসি হরেন্দ্রনাথ সরকার জানান, সকালে শুভ্র টিকারী গ্রামের সারা প্রি-ক্যাডেট স্কুলে প্রাইভেট পড়তে যায়। শিক্ষক আসতে দেরি হওয়ায় শুভ্র বন্ধুদের সঙ্গে ক্রিকেট খেলছিল। খেলার এক পর্যায়ে ক্রিকেট বল পাশের ঘরের চালায় আটকে যায়।
পরে বলটি আনতে ওই ঘরের চালায় উঠতে গেলে তার মাথায় ইট খুলে পড়ে। এতে ঘটনাস্থলেই শুভ্রর মৃত্যু হয়। তার মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।