Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

গরু বিক্রি করে ফেরার পথে ৫ ব্যবসায়ী নিখোঁজ

1 min read
গরু বিক্রি করে ফেরার পথে ৫ ব্যবসায়ী নিখোঁজ

গরু বিক্রি করে ফেরার পথে ৫ ব্যবসায়ী নিখোঁজ

গরু বিক্রি করে ফেরার পথে ৫ ব্যবসায়ী নিখোঁজ
গরু বিক্রি করে ফেরার পথে ৫ ব্যবসায়ী নিখোঁজ

ঢাকা থেকে গরু বিক্রি করে ফেরার পথে ঝিনাইদহের ৯ ব্যবসায়ীকে পিটিয়ে ও অচেতন করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুবৃর্ত্তরা। এ ঘটনায় এখনো পাঁচ গরু ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন।

সোমবার ভোরে এ ঘটনা ঘটেছে। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানায় পুলিশ।

গরু ব্যবসায়ীদের ভাষ্য দিয়ে ধামরাই থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দিপংকর রায় জানান, সোমবার ভোরে ঢাকার খিলক্ষেত বাজার থেকে গরু বিক্রি করে বাড়ি ফিরছিলেন ৯ ব্যবসায়ী। ঝিনাইদহগামী একটি ট্রাকে উঠলে দুবৃর্ত্তরা ব্যবসায়ীদের পিটিয়ে ও অচেতন করে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেয়।

এদের মধ্যে চারজনকে ধামরাই এলাকায় ফেলে বাকিদের নিয়ে পালিয়ে যায় দুবৃর্ত্তরা। আহত চারজন সকালে পুলিশের সহযোগিতায় ঝিনাইদহে ফিরে আসেন। বাকি পাঁচজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিপক চন্দ্র সাহা বলেন, ভুক্তভোগীদের পরিবার এ বিষয়ে থানায় অভিযোগ করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *