গাছ চাপা পড়ে এক শ্রমিকের মৃত্যু
1 min readঝিনাইদহ সদরের ধোপাবিলা গ্রামে গাছ চাপা পড়ে বারেক মন্ডল (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। সে ওই গ্রামের মৃত আকবর মন্ডলের ছেলে। সোমবার বিকালে এ দূর্ঘটনা ঘটে ।
নিহতের বড় ভাই মোহাম্মদ আলী মন্ডল জানান, বারেক মন্ডল বিভিন্ন এলাকায় গাছ কাটা সরদারির (শ্রমিক) কাজ করতো। সোমবার একই গ্রামের জনৈক তালেবে’র বাড়ির নারিকেল গাছ কাটছিল। কাটা শেষে দড়ি দিয়ে টেনে গাছ মাটিতে ফেলানোর সময় তার মুখের বাম সাইডে ও মাথায় আঘাত লাগে। এসময় তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা: ফাল্গুনী রানী সাহা জানান, মস্তিষ্কে আঘাত ও রক্তক্ষরন জনিত কারনে বারেক মন্ডলের মৃত্যু হয়েছে বলে ধারনা করা হচ্ছে।