ঘুর্নিঝড় ফনী মোকাবেলায় ঝিনাইদহে জরুরী সভা অনুষ্ঠিত
1 min readঝিনাইদহে ঘুর্নিঝড় ফনী মোকাবেলায় জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সেসময় জেলা প্রশাসক সরোজ কুমার নাথ সহ বিভিন্ন সরকারী দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জেলা প্রশাসক সরোজ কুমার নাথ বলেন, ঘুর্নীঝড় ফনী মোকবেলায় ঝিনাইদহ জেলা প্রশাসন সর্বধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। সকল সরকারী কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে এবং পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকতে বলা হয়েছে। সরকারী সকল প্রাকমিক বিদ্যালয়গুলো আশ্রয়কেন্দ্র হিসাবে ব্যবহুত হবে। এছাড়াও ফায়ার সার্ভিস, স্কাউট জরুরী প্রয়োজনে উদ্ধার কাজের জন্য প্রস্তুত থাকবে। সকল হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকে প্রয়োজনীয় ঔষধ মজুদ রাখা হয়েছে। ১৬০ মে:টন চাল, নগদ টাকাসহ প্রয়োজনী সাহায্য মওজুদ রাখা হয়েছে।