Mon. Dec 23rd, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট

1 min read
জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট

জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ ও  কাউন্টার টেরিরিজম ইউনিট
জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট

ঝিনাইদহে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ী ঘিরে রেখেছে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিট। আজ বিকাল সাড়ে ৫ টা থেকে পুলিশ ও কাউন্টার টেরিরিজম ইউনিটের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নও মুসলিম আব্দুল্লাহ’র বাড়িতে অভিযান শুরু হয়।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, ২ রুম বিশিষ্ট টিনের এই বাড়ীতে জঙ্গি আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে তারা সেখানে অভিযান শুরু করে। বাড়ীর মধ্যে কাউকে পাওয়া যায়নি। তবে ঘটনাস্থল থেকে একটি ৯ এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, একটি প্রেসার কুকার বোম, রাসায়নিক কন্টেইনার, বিপুল সংখ্যক গুলি ও আইইডি/ডেটোনেটর রয়েছে।

অভিযানে কাউন্টার টেরোরিজম ইউনিটের দু’টি টিম রয়েছে। ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের আরো একটি টিম পাঠানো হয়েছে। টিমটি ঘটনাস্থলে পৌঁছালে বিস্ফোরকগুলো নিষ্কিয়ের কাজ শুরু হবে জানায় পুলিশ।

এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে ঝিনাইদহ শহরকে। শহরের বিভিন্ন গুরুত্বপুর্ণ স্থানগুলোতে পুলিশের চেট পোষ্ট বসানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *