জামায়াত-শিবির আইএসের সাথে হাত মিলিয়েছে- ঝিনাইদহে মাহবুব উল আলম হানিফ
1 min readজামায়াত-শিবির এ দেশকে ধ্বংশ করার জন্য আইএসের সাথে হাত মিলিয়েছে। তাই মুসলামন হিসাবে ইসলাম ধর্ম ও দেশকে রক্ষা করা আমাদের দায়িত্ব। দেশ থেকে সন্ত্রাস দুর করার জন্য সরকারের সাথে দেশবাসিকেও ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ঝিনাইদহে সন্ত্র্সা ও জঙ্গীবাদ প্রতিরোধে ইসলামের আহবান শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক মাহবুব-উল আলম হানিফ একথা বলেছেন । আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় শিল্পকলা একাডেমি মিলনায়তনে সন্ত্রাস জঙ্গী বিরোধী এই কর্মশালা অনুষ্ঠিত হয়। জেলা ইসলামী ফাউন্ডেশন এ কর্মশালার আয়োজন করে।
জেলা প্রশাসক মাহবুব আলম তালুতদারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় আরও বক্তব্য রাখেন স্থানীয় সংসদ আব্দুল হাই, তাহাজ্জিব আলম সিদ্দীকি সমি, আনোয়ারুল আজিম আনার, নবী নেওয়াজ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইদুল করিম মিন্টু, পুলিশ সুপার আলতাফ হোসেনও জেলা ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তা।
কর্মশালায় জেলার ৬টি উপজেলার প্রায় ২ শতাধিক ইমাম ও আলেম উপস্থিত ছিলেন।