Thu. Dec 19th, 2024

ঝিনাইদহ নিউজ

সবার আগে সর্বশেষ

ঝিনাইদহ খালিশপুর ৫৮ বিজিবির চোরাচালান বিরোধী অভিযান  

1 min read

download

প্রেসবিজ্ঞপ্তি

সোমবার ২৮ আগস্ট ২০১৭ তারিখ সকাল ১১টা ৩০ মিনিটের সময় ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ৬০/৪৫আর হতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা তাহেরের টেক হতে ০১ জন ধৃত আসামী মোঃ মতিউর রহমান(৪০), পিতামোঃ আজিজুল মন্ডল (গোটু), গ্রামবাঘাডাংগা পশ্চিমপাড়া, পোস্টনেপা, থানামহেশপুর, জেলাঝিনাইদহকে ভারতীয় ২৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। আটককৃত আসামীকে মাদক দ্রব্যসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। উক্ত কাজের সাথে সংশ্লিষ্ট আরও ০২ জন পলাতক আসামীকে এই মামলার সাথে সংশ্লিষ্ট করে মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *