ঝিনাইদহ পিটিআইর ইন্সট্রাক্টর শরিফুদ্দিনের স্মরণসভা ও দোয়া মাহফিল
1 min read
ঝিনাইদহ প্রাইমারী টিচার্স ট্রেনিং ইন্সষ্টিটিউট এর ইন্সট্রাক্টর শরিফুদ্দিনের স্মরণে স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে পিটিআই মিলনায়তনে এ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
স্মরণ সভায় বক্তব্য রাখেন পিটিআইর সুপারিনটেনডেন্ট আতিয়ার রহমান, ইন্সট্রাক্টর আব্দুর রহিম। দোয়া পরিচালনা করেন পিটিআই মসজিদের পেশ ইমাম আবু সালেহ চৌধুরী। অনুষ্ঠানে পিটিআইর পরীক্ষণ বিদ্যালয়ের ৪শ শিক্ষার্থী এবং পিটিআই এর ২শ ৪০ জন ডিপিএড শিক্ষার্থী অংশ নেয়।
উল্লেখ্য, গত ২৭ জানুয়ারি ভোর সাড়ে ৫ টায় শরিফুদ্দিন অকাল মৃত্যু বরণ করেন। তাকে নিজ গ্রামের বাড়ীতে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।