ঝিনাইদহ পুরাতন মাগুরা বাসস্ট্যান্ডে দুটি দোকানে দুর্ধর্ষ চুরি
1 min readঝিনাইদহ পুরাতন মাগুরা বাসস্ট্যান্ডে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার(১৯.০৬.২০১৭) ভোররাতে হোসেন শহীদ সোহরাওর্দী (এইচ এস এস) সড়কের পুরাতন মাগুরা বাসস্ট্যান্ডে দুটি দোকানে চুরি সংগঠিত হয়েছে। এ সময় এসব দোকানের ভেন্টিলেটর ভেঙ্গে ভেতওে প্রবেশ করে চোরেরা ক্যাশবাক্স ভেঙে নগদ ১লক্ষ ৫৮হাজার ৩০০টাকাসহ বেশ কিছু মালামাল লুট করে নিয়ে যায়।
জানা গেছে, মার্কেটের বিসমিল্লা থাই এন্ড এসএস থেকে ১লক্ষ ৫৬ হাজার ৩০০ টাকা ও চশমা বিতান থেকে ২হাজার টাকা দোকানের ভেন্টিলিটার ভেঙ্গে নিয়ে যায় চোরেরা।
বিসমিল্লা থাই এন্ড এসএস’র দোকানের মালিক বাকি বিল্লা জানান, প্রতিদিনের ন্যায় রবিবাররাত দশটারদিকে দোকানঘর বন্ধ করে তার বিাড়ীতে চলে যান। পরের দিন সোমবার সকালে তার কর্মচারি ইয়াছিন প্রতিদিনের মতো দোকানে এসে দোকানঘরের সার্টার খুলে দোকানের ভেন্টিলিটার ভাঙা ও ক্যাশবাক্স ছড়ানো ছিটানো দেখতে পেয়ে আমাকে ফোন করে পরে আমি দোকানে আশি। পাশের আর একটি চশমাবিতান নামের দোকানে একই কায়দায় ভেন্টিলিটার ভেঙে ২হাজার টাকা চুরি হয়েছে। এ চুরির ঘটনাই থানাই এখনো পর্যন্ত কোন জিডি করা হয়নি ।