ঝিনাইদহ বিএনপির উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত
1 min read
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির উদ্যোগে যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে শহরের ডা কে আহম্মেদ কমিউনিটি সেন্টারে এ কর্মীসভা অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহ সদর উপজেলা বিএনপির সভাপতি এ্যাড কালাম আজাদ পান্নু এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি মসিউর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মালেক।
বক্তা হিসেবে ছিলেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডঃ আব্দুল আলিম প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাডঃ জিয়াউল ইসলাম ফিরোজ।